আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সকল প্রশংসা মহান আল্লাহর জন্য। সালাম ও সালাত রাসূল (সা:) তাঁর পরিবার বর্গ, সাহাবা ইকরাম এবংতাদর অনুসরণকারীদের প্রতি ।
মুহতারাম/ মুহতারামা, পবিত্র হজ্জ ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে অন্যতম। শরীরিক এবং আর্থিক ভাবে সামর্থবান মুসলমানদের প্রতি তা জীবনে একবার মাত্র ফরজ। সুনির্দিষ্ট সময় এবং স্থানের সাথে সম্পর্কিত এই ইবাদতটিতে রয়েছে পর্যায়ক্রমে অনেকগুলো কর্ম সম্পাদনের ধারাবাহিকতা। আল্লাহ এবং তাঁর রাসূল (সা:) এর বিধানমত হজ্জ ও ওমরাহ সম্পাদন করা না হলে তা আল্লাহর নিকট গ্রহণীয় হবে না। এ কারণে একজন হজ্জ এবংওমরাহ যাত্রীকে অবশ্যই এ বিষয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পরিষ্কার ধারণা নিতে হবে। যাতার প্রতি ফরজ ও বটে। অথবা তাকে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন কোন ব্যক্তির সাথী হয়ে হজ্জ পালন করতে হবে। এর কোন বিকল্প নেই ।
আলহামদুলিল্লাহ, আমি কর্ম জীবনের সুবাধে পবিত্র মক্কা ও মদিনা শরীফে দীর্ঘ দিন কাটিয়েছি। পবিত্র হজ্জের প্রতিটি বিষয়কে ভালোভাবে জানার এবং বুঝার চেষ্টা করেছি এবং সুদীর্ঘ ৩৩ বছর থেকে পবিত্র হজ্জ পালন করে আসছি। এই দীর্ঘ সময়ে আমাদেও সাথী হয়ে হাজার হাজার লোক পবিত্র হজ্জ ও ওমরাহ পালন করেছেন এবং প্রতি বছর করছেন। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো হজ্জ যাত্রীর পক্ষ থেকে আমাদেও বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ উত্থাপিত হয়নি ।
কারণ আমি একদিকে নিজেইএজেন্সীর মালিক, অন্যদিকে আমি নিজেই গাইড। আমরা বাংলাদেশ থেকে শুরু কওে প্রশিক্ষণ, তাওয়াফ, সাঈ, মিনা, আরাফাত, মুজদালীফা, জামারাত ও মক্কা-মদীনা শরীফের সকল যিয়ারতে হজ্জযাত্রীদের সাথেই থাকি।
আমরা কম খরচে হজ্জ করানোর প্রতিশ্রুতি দিয়ে নয়, আপনারপছন্দ করা প্যাকেজ অনুযায়ী, যে খানে যা খরচ করতে হবে তা খরচ করে, আমাদের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, অভিজ্ঞ আলেমদের তত্ত্বাবধানে সম্পূর্ণ সুন্নত মোতাবেক একটি প্রাণবন্ত হজ্জে মাবরুর উপহার দেওয়ার প্রত্যয় নিয়ে আপনাদেরকে আমাদের সাথী হয়ে পবিত্র হজ্জ ও ওমরাহ পালন করার জন্য আহবান জানাচ্ছি।
আল্লাহ আমাদের সকলের জন্য সহজ ভাবে হজ্জে মাবরুর নসিব করুন। আমিন।